চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের মুচি পোল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেবনাথ (২৬) নামের এক ফ্রিজ মেকানিক নিহত হন।
সীমান্ত উপজেলার কাটাছরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে।
সীমান্তের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকেলে সীমান্ত মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক স্বজনের সাথে দেখা করতে যাচ্ছিল।
পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি গাড়ি থেকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া ইউটার্ন এলাকায় বাসচাপায় অটোরিকশায় থাকা সাদিয়া ইয়াসমিন জুথি নামের এক তরুণী নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার মো. রিপনের মেয়ে। তিনি স্থানীয় আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত ডা. ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমান্ত দেবনাথ নামের একজনকে হাসপাতালে আনা হয়। এর আগেই তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন