পড়া হয়েছে: ১০
চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সীমান্ত দেব নাথ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন ফ্রিজ মেকানিক বলে জানা গেছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার ৭নং কাটাছরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে নিজের মোটরসাইকেলের (চট্ট মেট্রো-হ ১৮-৭২৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ