মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা

আহত আরো ২

মীরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম মীরসরাইয়ে বড়তাকিয়া মাজার গেট এলাকায় মিনি কাভার্ডভ্যান চাপায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মীরা রানী ভৌমিক (৫৩) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। মীরা রানী ভৌমিক খৈয়াছাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আহত ব্যক্তিরা হলেন- জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের পুত্র অরুপ নাথ (১৮), অরুপ নাথ নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন স্বপন নাথ (৭০) যিনি পেশায় রাজমিস্ত্রী।

স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় রেডিয়েন্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মীরা রানীর মৃত্যুর খবর নিশ্চিত করেন রেডিয়েন্স হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাক্তার কে এম সাইফুল্লাহ রেজা।

স্থানীয় দোকানি সজিব হোসেন বলেন, গাড়িতে উঠার জন্য এখানে তারা দাঁড়িয়েছিল। এসময় মিনি ক্যাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ মিনার জানান, গাড়িতে উঠার জন্য যাত্রী চাউনির পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। দুপুর দেড়টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে এই সময় দাঁড়িয়ে থাকা তিন জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী ভৌমিকের মৃত্যু হয়। এই ঘটনায় গাড়ির ড্রাইভার আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/বাবলু/জেএইচ

Scroll to Top