মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাই উপজেলার জোরারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার আকিব (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকালে উপজেলার ওচমানপুর ইউনিয়নের গিনাজি ভূঞা বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আকিব ওই গ্রামের বাসিন্দা, মরহুম আব্দুল আজিজের বড় ছেলে।

জানা গেছে, বাড়ি নির্মাণ কাজের জন্য পানির মোটর চালানোর সময় আকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎আকিবের ছোট ভাই আদর বলেন, বাড়ি তৈরির কাজ চলছিল। মোটর চালিয়ে পানি তুলতে গিয়ে আকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়। মা আর আমি ওকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আর বাঁচানো যায়নি।

‎শাহরিয়ারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব ও সহপাঠীরা জানায়, তিনি ছিলেন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী ছাত্র।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top