চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মিরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে বিজিবির ছোট ফরিংগা বিওপি থেকে পরিচালিত অভিযানে ভারতীয় গরুগুলো জব্দ করা হয়।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল মধ্যরাতে সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির প্রায় ২০০ গজ ভেতরে তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারির একটি দল সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে গরু প্রবেশের চেষ্টা করে।
টহলদল চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো বাংলাদেশের ভেতরে প্রবেশ করিয়ে দ্রুত ভারতীয় সীমান্তের ওপারে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ৩১টি ভারতীয় গরু জব্দ করে।
বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্ত এলাকায় গরু, মাদকদ্রব্য, অস্ত্র, মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বাহিনী কঠোর জিরো টলারেন্সনীতি অনুসরণ করছে। বিশেষ করে ছোট ফরিংগা সীমান্তটি চোরাচালানকারীদের সক্রিয় এলাকায় পরিণত হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং রহস্যজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






