চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাই উপজেলায় এক প্রবাসী ঘরে ডাকাতির অভিযোগ উঠেছে। এই সময় ডাকাত দল ঘরে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামে আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
বেড়াতে আসা ওই ঘরের মেয়ের জামাই শাহাদাত হোসেন জানান , তিনি তার পরিবার নিয়ে কিছুদিন পূর্বে বেড়াতে এসে ডাকাতির কবলে পড়েন। ঘটনার দিন রাতে তার হাত বেঁধে রেখে তাদের কাছে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণ নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, ঘরের দরজা ভেঙে ডুকে তিন জন সদস্য চুরি দেখিয়ে প্রথমে তাকে হাত-পা বেঁধে ফেলে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকত দল ঘরে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল। তারা ঘরে থাকা পুরুষদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। এর পরে ঘরে থাকা আমার বোন ও ভাবীর প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় তারা।
তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।
ডাকাতির বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ডাকাতির ঘটনায় শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন