মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা- নিহত ১, আহত ৯

চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৯ জন।

আজ ‎রোববার (২৮ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নিহতের নাম মোহাম্মদ মুরাদ (২৫)। তিনি দুর্ঘটনাকবলিত সৌদিয়া বাসের হেলপার। জানা গেছে তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং মুসলিমপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলপার মুরাদের মৃত্যু হয়। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎আহতরা হলেন- পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার সোহেল রানা (৩৮), চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার সাইদুল ইসলাম (২৮), নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার চম্বল নগরের আব্দুল মোমেন (৪৮), লক্ষ্মীপুরের নন্দনপুরের নুর আলম (৪৩), সিরাজগঞ্জের কামারখন্দ ইউনিয়নের আব্দুল কাদের (৩৪) ও মিজানুর রহমান (৫০), দিনাজপুর সদরের সোহেল রানা (৩৫), শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রিপন মণ্ডল (৩৪) এবং মাগুরার মোহাম্মদপুর উপজেলার রবিউল হোসেন (৩৬)।

‎মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ফাহিম ফেরদৌস জানান, ভোরে আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন।

‎জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে সৌদিয়া পরিবহনের বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাসের হেলপার মুরাদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top