চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজার এলাকায় আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পূর্ব শত্রুতা ও আধিপত্যের জের ধরে এ ঘটনা ঘটে।
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন নিজামীর গ্রুপের ছোট ভাই অহিদুর ইসলামের সাথে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুকের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মায়ানী ইউনিয়নের ইউপি সদস্য মো: শহীদ, মায়ানী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি অহিদুল ইসলাম, সহ- সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন রিয়াদ, ছাত্রলীগ নেতা ফাহাদ, জুয়েল, রনি, ইমন, ফয়সাল বাপ্পীসহ ১০ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার বিকেল ৫টায় আবুতোরাবে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে যাওয়ার পর এই ঘটনা ঘটে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, আবুতোরাবে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।