চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বেপরোয়া গতির অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আব্দুল হাই প্রকাশ এনামুল হক (৫৫) নামের এক চাকুরিজীবীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কাজী গ্রামের শেখ আহমদ হাজী বাড়ির হোসনেজ্জামানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠান ইস্পাহানি অফিসে কর্মরত ছিলেন।
নিহতের ছেলে মমিন রাজু বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রোববার সকালে আব্বা চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় গেলে বেপরোয়া গতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মারা যান। খবর পেয়ে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আব্বার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসি। আব্বা ইস্পাহানি অফিসে অফিসার পদে কর্মরত ছিলেন। কর্মস্থলে প্রথম জানাজা শেষে একই দিন বাদ আসর আমাদের গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, সকালে মহাসড়কের চৈতন্যেরহাট বিশ্বরোড এলাকায় বেপরোয়া গতির একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আব্দুল হাই প্রকাশ এনামুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন