পড়া হয়েছে: 53
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরীর চকবাজার এলাকায় মিষ্টিমুখের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস বলেন, চকবাজার মিষ্টিমুখের কারখানাটির চারদিকে নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ, পণ্যের লেবেলিং না থাকা, খাদ্যকর্মীদের ইউনিফর্ম না থাকা ও বিভিন্ন লাইসেন্স সনদ না থাকায় তাদের ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ মুনতাসির মাহমুদ, নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াসিনুল হক চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টীম।
চাটগাঁ নিউজ/এসএ