চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের কর্মীর ওপর হামলার ঘটনায় রিয়াজ উদ্দিন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে মিরসরাই পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াজ মামলার চার নম্বর আসামি। তিনি মিরসরাইয়ের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক নুকুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় আহত মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া উত্তর বাজারের সৈদালী রাস্তার মুখে মাসুদের বাড়ির সামনে যুবলীগ নেতা মাসুদ রানার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মামলার আসামিরাসহ ১৫ থেকে ২০ জন মিলে অতর্কিত হামলা চালায়। এসময় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদের পকেটে থাকা ব্যবসায়িক লেনদেনের ৭৫ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত যুবলীগ নেতা মাসুদ রানা বাদি হয়ে মিরসরাই থানায় মামলাটি করেন। এ মামলায় আসামি করা হয়েছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানাসহ ৭ জনকে।
তারা স্থানীয় রাজনীতিতে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী বলে জানা গেছে।