পড়া হয়েছে: ২৬
মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার করেরহাট- রামগড় সড়কের সায়মন পেট্রোল পাম্পের সামনে বাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত, আরোহী আহত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। নিহত সালেহ জহুর মিরসরাই উপজেলার উত্তর নাহেরপুর নিবাসী কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মরহুম গিয়াস উদ্দিনের ছেলে। তিনি স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয় হিসেবে গত ২ দিন আগে জয়েন করেন। আহত অপরজন একই এলাকার জিন্নাহ মেম্বার বাড়ীর আবদুর রউফের ছেলে সাহাদাত হোসেন।
প্রত্যক্ষদর্শী রামগড় রোড ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন জানান, বাইকটি করেরহাট সড়কের পূর্ব দিক থেকে আসছিল এবং পিকআপ টি বিপরীত দিক থেকে আসছিল এতে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পিকআপ চালক পিকআপ সহ পালিয়ে যায়।