চাটগাঁ নিউজ ডেস্ক: মিরসরাই উপজেলার ফেনী নদীর তীরবর্তী করেরহাট ইউনিয়নে বালু উত্তোলনকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে দু’পক্ষের গুলি বিনিময়, রকেট লাঞ্চার ছোঁড়া, বাড়িতে অগ্নিকাণ্ডসহ বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয়েছে।
যা নিয়ে দিনভর থমথমে অবস্থা ছিল ২নং ওয়ার্ড জয়পুর পূর্ব জোয়ার এলাকায়। তবে বিষয়টি জানা নেই বলে দাবি করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম জোয়ার ও জয়পুর পূর্ব জোয়ার অংশে প্রতিদিন অবৈধ বালু উত্তোলন চলছে। চর কাটা নিয়ে পশ্চিম জোয়ার এলাকায় গোলাগুলি হয় দুই পক্ষের মধ্যে। একপর্যায়ে একপক্ষের ধাওয়া খেয়ে একটি কাটার জয়পুর পূর্ব জোয়ার অংশে তুলে দেন এবং এলোপাথাড়ি রকেট লাঞ্চার ছুড়তে থাকেন।
করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার ও জয়পুর পূর্ব জোয়ার গ্রামের বাসিন্দারা জানান, ফেনী নদী থেকে আগে আওয়ামী লীগের নেতারা অবৈধ ভাবে বালু উত্তোলন করতো। এখন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বালু উত্তোলন করছে। ছোট্ট ফেনী দেখতে সদরঘাট লঞ্চ টার্মিনাল মনে হতে পারে। প্রতিদিন শতাধিক বালু কাটার ড্রেজার কৃষকের তিন ফসলি জমি কেটে নিয়ে যাচ্ছে অবাধে। তাছাড়া বালু উত্তোলন নিয়ে প্রতিদিন কোনো না কোনো ঝামেলা এখানে লেগে থাকে।
পূর্বজোয়ার গ্রামের মুসা হাজী মুন্সি বাড়ির ফাহিমা আক্তার নামে একজন জানান, বুধবার রাত প্রায় দেড়টার দিকে একটি রকেট লঞ্চার সদৃশ্য বিস্ফোরক তার বসত ঘরের উপর পড়ে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এছাড়া একই এলাকার তছি মিঝি বাড়ি, সাইফুলের বাড়ি, জামাল মাষ্টার বাড়ি ও মালি বাড়ির মানুষের বসতঘর ও উঠানে লঞ্চারগুলো পড়ে। এতে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নারী শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী একতাবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে এবং নদীর কিনারে থাকা বালু উত্তোলনের একটি বাল্কহেডে আগুন ধরিয়ে দিয়ে এবং সেটি ডুবিয়ে দেয়। আরো একটি বাল্কহেড ও দুইটি বোট আটকে রাখে এলাকাবাসী।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, আমি আজ ট্রেনিংয়ে আসছি। বিস্তারিত কিছু এ মুহূর্তে জানাতে পারছিনা। এরপরও আমি খোঁজ খবর নিয়ে দেখছি। এলাকায় টিম পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছি।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, আমরা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। তবে গতকালের ঘটনা আমার জানা নেই।
চাটগাঁ নিউজ/জেএইচ