মিরসরাইয়ে শিক্ষা সফরের গাড়ি দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

চাটগাঁ নিউজ ডেস্ক : মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষা সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শিক্ষার্থীদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মানসিক প্রতিবন্ধীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় বাসের চালক ও শিক্ষার্থীসহ ৮ জন আহত হন।

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীদের নিয়ে দুটি বাসে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে প্রথমে রাঙামাটি ও পরে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। মিরসরাইয়ে সড়কের ওপর উঠে যাওয়া মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। আমাদের বাসে শিক্ষক-শিক্ষার্থী সহ ৪০ জন ছিলাম।

জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে থানার সার্জেন্ট জিয়া উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় বাসের চালক ও শিক্ষার্থীসহ ৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি নিহত হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top