মিরসরাইয়ে ডাকাতির কবলে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব

চাটগাঁ নিউজ ডেস্ক: সারাদেশের মহাসড়কগুলোতে ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব এবার নিজেই পড়েছেন ডাকাতদের কবলে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

তিনি লেখেন, ‘‘ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদলের কবলে পরেছি। ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে আসার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া বাজার পার হওয়ার পরে আজ সন্ধ্যা ৮ টা ১৫ মিনিটে ব্যস্ততম মহাসড়কে ডাকাত দলের আক্রমণের শিকার হয়েছি। মহাসড়কে কয়েকজন ডাকাত গতিরোধ গাড়ি গতিরোধ করে গাড়ি থামানোর চেষ্টা করে। ড্রাইভার গাড়ি না থামালে ডাকাতেরা গাড়িতে পাথর মেরে গাড়ীর গ্লাস ভেঙে ফেলে ডাকাতির চেষ্টা, ড্রাইভার সাজোরে গাড়ি চালিয়ে কৌশলে চলে আসার কোন রকমে প্রাণে রক্ষা পাই। আমি বর্তমানে কুমিরা হাইওয়ে থানায় আছি। ওসি হাইওয়ে বার আউলিয়া থানাকেও ঘটনার বিষয়ে অবহিত করেছি।’’

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। তারা গাড়িতে বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

তারা জানান, আমরা এ ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করছি এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। দেশের ব্যস্ততম মহাসড়কে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি জনসাধারণের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সাধারণ মানুষ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে টহল ও নজরদারি জোরদার করার দাবি জানাই।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top