মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১২ বছরের কিশোরের প্রাণহানি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অজ্ঞাতনামা এক কিশোর ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। নিহতের বয়স প্রায় ১২ বছর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত কিশোরের পরনে ছিল কালো জিন্স, কালো গোল গলার গেঞ্জি এবং কালো জ্যাকেট। উপ-পরিদর্শক রাশেদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরটি ট্রেন থেকে পড়ে গেলে এরকম দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, কিশোরের বয়স কম হওয়ায় তার জাতীয় পরিচয়পত্র নেই। তাই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিবার শনাক্ত করার চেষ্টা চলছে এবং সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top