মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একটি ট্রেন আসে। ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও লোকটি তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করতে যাওয়া চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক রাশেদ রানা বলেন, মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে সকাল দশটার দিকে ঘটনাস্থলে এসে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। গায়ে শীতের জামা কাপড় ও লম্বা চুল দাঁড়ির লোকটিকে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখের অংশ থেঁতলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/বাবলু/এমকেএন






