মিরসরাইয়ে চুরির হিড়িকে বাদ গেল না র‍্যাব কর্মকর্তার বাড়ি!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ধারাবাহিক চুরি-ডাকাতির হিড়িকে বাদ গেল না এক র‍্যাব কর্মকর্তার বাড়ি। উক্ত বাড়ি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বুজোর্গ উমেদনগর গ্রামের ইয়াছিন হাজী বাড়ির র‍্যাবের উপ-পরিদর্শক আব্দুর রহিম সুমন ও ব্যাংক কর্মকর্তা আজিমুল মামুনের ঘরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী আজিমুল মামুন জানান, চাকরির সুবাদে আমরা পরিবার নিয়ে বাইরে থাকি। ঘর তালাবদ্ধ থাকে। শনিবার রাতে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমিরাতে থাকা তিন ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিস নিয়ে গেছে। খবর পেয়ে রবিবার সকালে বাড়িতে ছুটে এসেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া আমাদের বাড়ির আরিফের ঘরেও প্রবেশ করে চোরের দল। তবে সে ঘর থেকে কিছু নিতে পারেনি।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, চুরির খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top