মিরসরাইয়ের সড়কে পড়ে নষ্ট হলো কয়েক হাজার ডিম! 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে লেগুনা গাড়ি উল্টে সড়কে নষ্ট হলো প্রায় ১০ হাজার মুরগীর ডিম। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের ডাক বাংলো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় লেগুনা গাড়ি চালক মো. বাবু (২৭) নামে একজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির সামনের দিকে চাকা ফেটে গিয়ে হয়ে মহাসড়কে গাড়ি উল্টে যায়। সাথে সাথে ডিমগুলা সড়কে পড়ে নষ্ট হয়ে যায়। এ ঘটনায় আহত গাড়ি চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

ডিমের ডিলার মো. আব্দুর রহিম জানান, ডিমের গাড়িতে প্রায় ১ লাখ টাকার ডিম ছিলো। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে বারইয়ারহাট-ফেনীতে ডিমগুলা পাইকারি মূল্য বিক্রি করা হয়। দুর্ঘটনায় প্রায় সব ডিম নষ্ট হয়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ডিমের গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। সড়কে গাড়ি চলাচলের কোন ধরনের বিঘ্ন ঘটেনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top