চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বিয়েতে আসা অতিথিদের স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরের সদস্য ও অতিথিদের বেঁধে রাখে বলেও জানা যায়।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত তিনটায় উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়িতে দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা ঘটে।
আব্দুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার বলেন, শুক্রবার দুপুরে একই গ্রামে পাশের বাড়িতে আমার ভাগ্নির বিয়ে ছিল। প্রায় দেড় হাজার আমন্ত্রিত অতিথির খাওয়া-দাওয়া ও বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে কনে বিদায় দিতে প্রায় সন্ধ্যা ৭ট বাজে। এরপর বিয়েতে আসা অতিথিদের বড় একটি অংশ চলে গেলেও কিছু নিকট আত্মীয় বাড়িতে থেকে যায়।
পাশের বাড়ি হওয়ায় আমিও ক্লান্ত শরীরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। রাত তিনটার দিকে বোনের বাড়িতে ডাকাত পড়েছে শুনে আমি ডাকাত! ডাকাত! চিৎকার করে বোনের বাড়িতে যাওয়ার আগেই ডাকাতরা লুটপাট করে চলে যায়। গিয়ে দেখি আমার বোনের দোতলা বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ডাকাত সদস্যরা।
তারা আমার বোনের পরিবারের সদস্য ও সব অতিথিদের বেঁধে রাখে। তাদের মধ্যে ১০ থেকে ১২ জন অতিথির হাত, গলা ও কানে থাকা ১৫ ভরির মত স্বর্ণালংকার ও ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশেপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল।
খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলে ডাকাত দল বাড়ির পেছনের ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকলেও আবার দ্রুত সটকে পড়ে। এরা মূলত মহাসড়কেন্দ্রিক একটি ডাকাত চক্র। আশপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা ডাকাত চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
চাটগাঁ নিউজ/জেএইচ






