সিপ্লাস ডেস্ক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ফ্লাড লাইট জ্বালিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে কারো কোন ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন সংবাদ মাধ্যমকে জানান, শর্ট সার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লাগে। কোনো দুর্ঘটনা ঘটেনি। বাকি লাইটগুলো চলায় ক্রিকেটারদের অনুশীলনে সমস্যা হচ্ছে না। বৃষ্টির কারণে এখনই ফ্লাডলাইট ঠিক করা সম্ভব হচ্ছে না।
আসন্ন এশিয়া কাপের জন্য মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। বৃষ্টির কারণে থেমে থেমে হচ্ছে অনুশীলন। ক্রিকেটাররা ম্যাচ প্রাকটিস অর্থাৎ ম্যাচের আবহ তৈরি করে অনুশীলন করছেন।
এশিয়া কাপের জন্য রুদ্ধদ্বার অনুশীলন হচ্ছে ক্রিকেটারদের। অর্থাৎ অনুশীলনের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের স্টেডিয়ামে প্রবেশ সীমিত করা হয়েছে। বাংলাদেশ আগামী ৩০ আগস্ট শ্রীলঙ্কার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এশিয়া কাপ শুরু করবে। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে যাবে পাকিস্তানে।