চাটগাঁ নিউজ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার মধ্যবর্তী রেজু আমতলী সীমান্তের ওপারে কাঠ সংগ্রহ করতে গিয়ে মাইন বিস্ফোরণে উখিয়ার এক যুবকের পা উড়ে গেছে।
শুক্রবার (২ মে) সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের সিরাজ মিয়ার ছেলে মনছুর আলম (৩০)।
বিস্ফোরণে তার বাম পা ক্ষতবিক্ষত হয়েছে। আহত অবস্থায় প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম জানান, মনছুর আলম প্রায়ই সীমান্তের ওই এলাকা থেকে কাঠ সংগ্রহ করতে যান। এবারও একই কারণে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। কাঠ সংগ্রহের একপর্যায়ে শূন্যরেখা পার হয়ে তিনি মিয়ানমারের কিছুটা অভ্যন্তরে ঢুকে পড়েন। সেখানে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসরুরুল হক বলেন, মাইন বিস্ফোরণে এক কাঠুরিয়া আহতের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তিনি শুনেছেন। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে।
চাটগাঁ নিউজ/জেএইচ