পড়া হয়েছে: 44
চাটগাঁ নিউজ ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের ৫৩ সদস্যকে টেকনাফে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে। পরে আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, “আটক ৫৩ জন বিভিন্ন রোহিঙ্গা সশস্ত্র সংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে একই দিন সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে আফনান (১২) নামের এক শিশু সহ ২ জন আহত হয়। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চাটগাঁ নিউজ/জেএইচ







