চাটগাঁ নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এই তথ্য জানান।
তিনি বলেন, ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ হতে ৪ নটিক্যাল মাইল দক্ষিণে একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় ওই এলাকায় কোনো বোটের উপস্থিতি বেআইনি। কোস্ট গার্ড বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটি আটক করা হয়। তল্লাশির সময় বোট থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পাচারকালে ৭৪২ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয় এবং বোটে থাকা ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
আটকদের মধ্যে ৫ জন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এবং বাকিরা চট্টগ্রামের বাসিন্দা। পরে জব্দ করা সার টেকনাফ কাস্টমসে এবং আটক পাচারকারীসহ বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন