রাউজান প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, তিন বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ আসর চট্টগ্রামের রাউজানের গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে সবশেষ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
এর আগে তাঁর মরদেহ বিদ্যালয় মাঠে পৌঁছালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান ও উপজেলা মুক্তিযোদ্ধা তাঁর জাতীয় পতাকা মোড়ানো কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
জানাজার পূর্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, আসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মুহাম্মদ হেলাল উদ্দিন ও শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আবু জাফর, হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুল আলম চৌধুরী, সাকিব কাদের চৌধুরী, তারেক আকবর খন্দকার, রাউজান বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহম্মদ, পৌরসভার বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মঞ্জুরুল আলম, যুগ্ম সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবের সুলতান কাজল, ইউসুফ তালুকদার, শহীদ চৌধুরী, সৈয়দ তৌহিদুল ইসলাম, তসলিম উদ্দিন, ছোটন আজমসহ চট্টগ্রাম মহানগর, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
জানাজার পূর্বে তাঁর একমাত্র ছেলে সাঈদ আল নোমান বাবার পক্ষে সকালের কাছে ইহজগতের সকল আচার-আচরণের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, ১৯৪৫ সালে রাউজানের গহিরা গ্রামে আবদুল্লাহ আল নোমানের জন্ম। সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ এবং ভাইদের মধ্যে চতুর্থ। তিনি সংসদীয় আসন চট্টগ্রাম- ৯ হতে পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়। তিনবারই তিনি বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান। মৃত্যুকালে তিনি স্ত্রী অধ্যাপক তাসমিন আরা বেগম, একমাত্র ছেলে সাঈদ আল নোমান, একমাত্র মেয়ে ডা. তাজিন নোমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ