চাটগাঁ নিউজ ডেস্ক: বেসরকারী উন্নয়ন সংস্থা ‘মমতা’ মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক)’ এর পুরস্কার লাভ করেছে।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয় মমতাকে। ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জনসংখ্যা দিবস।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ।
মমতা ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে এ পর্যন্ত ১৭ বার এই গৌরব অর্জন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী।
এদিকে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতেও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংগঠন (ক্লিনিক)’ এর পুরস্কার লাভ করেছে মমতা।
শ্রেষ্ঠ সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার প্রাপ্তির অভিমত প্রকাশে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, ‘বেসরকারী পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবায় মমতা সারাদেশের মধ্যে একটি ব্রান্ড এবং সরকারের সহায়ক শক্তি।
মা ও শিশু স্বাস্থ্য সেবায় চট্টগ্রামে মমতা যুগান্তকারী ভুমিকা পালন করে আসছে। তাই সরকারের কাছ থেকে এ স্বীকৃতি অর্জন আমাদের তথা চট্টগ্রামবাসীর জন্য গৌরব। মমতা একার নয় বরং সমস্ত চট্টগ্রামবাসী এর পুরস্কারের অংশীদার।’
এই গৌরবোজ্জ্বল মুহুর্তে মমতা তার সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের বিশেষত; কন্সাল্ট্যান্ট, মেডিকেল অফিসার, প্যারামেডিক, নার্স, সুপারভাইজার, স্বাস্থকর্মী ও আউট্রিচ ওয়ার্কারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন