মালিক-শ্রমিকের এই এক অন্যরকম দিন!

ডেস্ক নিউজ: মালিক-শ্রমিক ভেদাভেদ ভুলে প্রতি বছরের মত এবারও বার্ষিক মিলনমেলা ও ৩০০০ শ্রমিকের জন্য ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান আয়োজন করেছে ‘টপ ষ্টার’ গ্রুপের কর্ণধার।

এদিন কে শ্রমিক কে মালিক ছিল না কোনো ভেদাভেদ। একসাথে নেচে গেয়ে এক অন্যরকম এক দিন উদযাপন করলো শ্রমিকরা।

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর সাগরিকায় আলহাজ্ব মোস্তফা হাকিম স্টেডিয়ামে টপ ষ্টার গ্রুপের বার্ষিক মিলনমেলা ও ৩০০০ শ্রমিকের জন্য ঐতিহ্যবাহী এই চাটগাঁইয়া মেজবান আয়োজন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন টপ ষ্টার গ্রুপের চেয়ারম্যান— রঞ্জিত দে, ব্যবস্থাপনা পরিচালক আবচার হোসেন,পরিচালক হুমায়ুন কবির ও টপ ষ্টার গ্রুপের পরিচালক মিজানুর রহমান।

সকালে শ্রমিকদের  কেউ কেউ  সেজেগুজে কেউবা বউ নিয়ে কেউবা স্বামী সন্তানদেরকে সাথে করে টপ ষ্টার গ্রুপের বার্ষিক মিলনমেলায় নেচে গেয়ে অংশগ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন—   বিজিএমএ নেতৃবৃন্দ সামাজিক গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিনিয়র কর্মচারী-কর্মকর্তাগণ।

চাটগাঁ নিউজ/শরীফ/জেএইচ

Scroll to Top