মালয়েশিয়ার বিমানবন্দর থেকে আবারও আটক ১৫ বাংলাদেশি 

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় কুচিং বিমানবন্দরে পৌঁছানোর পর ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ আটককৃতদের কারও কাছেই ইমিগ্রেশনের অনুমতি নেই। মালয়েশিয়ান সংবাদমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কারও কাছে বৈধ কাগজ ছিল না। তারা অবৈধ উপায়ে মালয়েশিয়ায় প্রবেশ করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, এই বাংলাদেশিরা দালালদের প্রতারণার শিকার হয়েছেন। মালয়েশিয়ার সারাওয়াকে নেওয়ার কথা বলে তাদের থেকে দালালরা ১৮ থেকে ২০ হাজার রিঙ্গিত করে নিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা ৫ থেকে ৬ লাখ টাকা।

এর আগে গত ২৫ জুলাই বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। তারা জানিয়েছিল— অভিবাসন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের মালয়েশিয়া প্রবেশ করতে দেওয়া হয়নি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top