মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ৮৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর পাঁচটায় কেলাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে মোট ৬৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে বলা হয়, অভিযান পরিচালনার সময় চারদিকের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে এবং অভিবাসীরা ছুটাছুটি শুরু করে। এ সময় কিছু অভিবাসী বাঁচার জন্য ড্রেনে, টেবিলের নিচে গুটিয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে বিভিন্ন অভিবাসন অপরাধে ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেওয়া হয়েছে।

আটককৃতদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশি, নয় জন ইন্দোনেশিয়ান, পাঁচ জন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।

তদন্তের জন্য আটককৃত সবাইকে সেমেনিহ ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হবে বলে জানিয়েছেন জাফরি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top