পড়া হয়েছে: ৩০
চাটগাঁ নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এখনও চারজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। খবর: মালায় মেইল
মঙ্গলবার রাতে ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণাধীন ভবনটিতে ১৮ শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর ১২ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
পেনাংয়ের উপপুলিশপ্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে। চার শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।