চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথমদিন সময়মতো কেন্দ্রে না আসায় পরীক্ষা দিতে পারেনি আনিসা আহমেদ। তার পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি বাংলা কলেজে। মায়ের অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেননি দাবি করলেও তা সত্য বলে প্রমাণ হয়নি দু’টি তদন্ত কমিটির প্রতিবেদনে।
রোববার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা দু’টি তদন্ত কমিটির প্রতিবেদন যাচাই করে এ সিদ্ধান্ত নেয়। পরীক্ষা দিতে না পারলেও বিশেষ শর্তে পাসের সুযোগ দেয়া হয়েছে।
এইচএসসি পরীক্ষার্থীর প্রথম দিন (২৬ জুন) বাবাহীন আনিসা দাবি করেছিলেন, পরীক্ষার দিন সকালে তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ায় দেরি হয়। কিন্তু তদন্তে তার কোনো প্রমাণ মেলেনি। মেলেনি হাসপাতালে ভর্তির কাগজপত্রও।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, আনিসার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেই। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রথম পত্রে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় পত্রে ৬৬ বা তার বেশি নম্বর পেলে উভয় পত্রে পাস ধরা হবে।
উল্লেখ্য, মিরপুরে অবস্থিত ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসার কান্নার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তিনি এক ঘণ্টা দেরি করে কেন্দ্রে আসায় মেলেনি প্রবেশের অনুমতি। সমবেদনা জানিয়ে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছিলেন অনেকেই। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন