মায়ানমারে চলছে বোমা বর্ষণ , আতঙ্কে সীমান্তবাসী

চাটগাঁ নিউজ ডেস্ক: মায়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর এলাকা থেকে মুহুর্মুহু বোমা বর্ষণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মংডু শহর নিয়ন্ত্রণে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান থেকে বোমা বর্ষণ করা হচ্ছে। আর বোমা বর্ষণের এই বিকট শব্দের সঙ্গে সঙ্গে কাঁপছে কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ পৌরসভার সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার আতঙ্কিত বাসিন্দাদের কাটছে ঘুমহীন রাত।

সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, শনিবার (৭ ডিসেম্বর) ভোররাত ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং গতরাতেও একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ। ওই সময় মিয়ানমারের আকাশে বিমানের চক্করও দেখা গেছে।

সীমান্ত এলাকার লোকজনের দেওয়া তথ্যে জানা যায়, মংডু শহরের দক্ষিণে উকিলপাড়া, ফয়েজীপাড়া, সিকদারপাড়া, হারিপাড়া ও ফাতংজা এলাকায় ঘিরে এই তীব্র লড়াই চলছে। প্রায় ১ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। যেখানে মিয়ানমারের সরকারি বাহিনীর পক্ষে এখন আকাশ পথে হামলা করছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে রোহিঙ্গাদের কয়েকটি স্বশস্ত্র গোষ্ঠিও।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন জানান, মিয়ানমারের মংডু শহরের দক্ষিণ পাশে গ্রামগুলো থেকে এ বিস্ফোরণের শব্দ ভেসে আসছে টেকনাফে। মটারশেল, শক্তিশালী গ্রেনেড ও বোমার শব্দে এ পারের বসতবাড়ি কেঁপে উঠছে। সীমান্তের কোনো মানুষ রাতে ঘুমাতেও পারছেন না। বিস্ফোরণের শব্দ ভেসে আসার সময় মিয়ানমারের মংডু এলাকায় যুদ্ধবিমানের চক্কর দিতে দেখেছেন বাসিন্দারা।

তিনি বলেন, বিস্ফোরণের বিকট শব্দে সাবরাং এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে উঠছে। লোকজন শান্তিতে ঘুমাতে পারছেন না।

এদিকে, বিজিবি’র পক্ষ থেকে সীমান্তের নিরাপত্তার জন্য টহল জোরদার রয়েছে বলে জানা গেছে। বিজিবি’র পাশাপাশি নিরলস দায়িত্ব পালন করছে কোস্টগার্ড।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top