চাটগাঁ নিউজ ডেস্কঃ মায়ানমার সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) আবার ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ও আরাকানের আশপাশের এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
শনিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার বাসিন্দা আব্দুর রহিমের বাড়ির আঙিনায় মায়ানমার থেকে ছোঁড়া একটি গুলি উড়ে এসেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।এমন অবস্থায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মাঝে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সীমান্ত এলাকার বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের মংডু শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। দুই প¶ই একটানা গুলি, মর্টারশেল ও গ্রেনেড হামলা চালাচ্ছে।
সীমান্তে বিদ্যমান পরিস্থিতিতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে বলে মনে করছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নেজামী। তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার সুযোগে যেন ফের রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের নজরদারি বাড়ানো হয়েছে।
টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে সীমান্ত দিয়ে যেন অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছি।
হ্নীলা ইউনিয়নের মেম্বার মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতেও ওপার থেকে থেমে থেমে বিকট শব্দ শোনা গেছে। শনিবার দুপুর পর্যন্ত আমরা গোলাগুলির শব্দ শুনেছি। এর মধ্যে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলি এসে টেকনাফের একটি বাড়ির আঙিনায় পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা মনির আহমেদ বলেন, থেমে থেমে ভারী গোলার শব্দ এপারে শোনা যাচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় অযথা না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শরিফ বলেন, শুক্রবার রাতে বিস্ফোরণের শব্দে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
চাটগাঁ নিউজ/ইউডি