মামলা দিয়ে হয়রানি— জনতার হতে ধরা যুবদল নেতা

আ.লীগের সাথে যোগসাজসের অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: পতিত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের সাথে যোগসাজসে মিথ্যে মামলা  দিয়ে হয়রানি করার অভিযোগে নগরীর বহদ্দারহাটে জানে আলম নামে এক যুবদল নেতাকে আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আটক জানে আলম রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বলে জানা গেছে। যদিও আটকের এক ঘন্টা পর উপর মহলের বিশেষ অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ পারভেজ জানান, জানে আলম বিএনপির লোক হলেও বিগত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগের লোকজনের সাথে মিলে আমাদের মামলা দিয়ে হয়রানি করেছে। আজ বহদ্দারহাট এলাকায় পাওয়া গেলে আমাদের ছেলেরা তাকে উত্তম মধ্যম দিয়ে আটকে রাখে। পরে বেশ কিছু মানুষের অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, বিষয়টি আমাদের কাছে আসেনি ফলে আমি অবগত না।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top