মানুষ-হাতি সংঘাত প্রশমনে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা

ঈদগাঁও প্রতিনিধি: মানুষ-হাতি সংঘাত প্রশমনে এবং বন্যহাতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জে এক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত জন ও তাদের জানমালের জন্য ক্ষতিপূরণের চেকও বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. রাশিক আহসান।

প্রধান অতিথি ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির তার বক্তব্যে বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। নির্বিচারে বন্যপ্রাণী হত্যা, ধরা বা শিকার করা যাবে না। বন্যহাতিকে আঘাত করলে প্রকৃতির ভারসাম্যে বিরাট প্রভাব পড়ে।

বিশেষ অতিথি ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, কক্সবাজার উত্তর বনবিভাগ ইতোমধ্যে হাতি বিচরণকারী এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ এবং স্থানীয় সভার আয়োজন করে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি সবাইকে বন্যহাতি সংরক্ষণে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. রাশিক আহসান বলেন, সামাজিকভাবে সচেতন হয়ে মানুষ-হাতি সংঘাত প্রশমন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে আসা জরুরি। যদি হাতি লোকালয়ে চলে আসে, বন বিভাগকে অবগত করুন এবং কোনো অবস্থাতেই হাতিকে আক্রমণ করা যাবে না। হাতির আঘাতে কারো প্রাণহানি বা ফসল ক্ষতি হলে বনবিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, ফুলছড়ি বিট কর্মকর্তা লিটন চন্দ্র সিং, খুটাখালী বিট কর্মকর্তা নামজুল ইসলাম, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, বনবিভাগের ফরেস্টার ও হেডম্যানসহ ক্ষতিগ্রস্ত পরিবারের চেকগ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার সমাপনীতে হাতির আক্রমণে আহত, নিহত ও ফসল ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top