মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে বিদ্যুৎ সংযোগ মোটরের তারে জড়িয়ে মো. আরাফাত হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল ) বিকালে উপজেলার দক্ষিণ একসত্যাপাড়ায় এ ঘটনা ঘটে। আরাফাত স্থানীয় মো. নুর হোসেনের পুত্র ।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার সময় বাড়ির সামনে উঠানে ফুটবল খেলার সময় বল গড়িয়ে পাহাড়ের নিচে চলে যায়। বলটি কুড়িয়ে আনার জন্য শিশুটি পাহাড়ের নিচে যাচ্ছিল, এসময় পানি তোলার বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি গুরুত্বর আহত হয়।

এ সময় দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top