চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানবিক ও সামাজিক সংগঠন ‘মানবিক রাঙ্গুনিয়া’র উদ্যোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মানবিক রাঙ্গুনিয়া প্রধান উপদেষ্টা প্রকৌশলী ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ চৌধুরী।
এতে উদ্বোধক ছিলেন মানবিক রাঙ্গুনিয়া উপদেষ্টা মহিউদ্দীন সিদ্দিকী মুন্না। প্রধান বক্তা নাবেক ছাত্র নেতা আবু নাছের টিপু, প্রধান আলোচক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।
মানবিক রাঙ্গুনিয়া প্রতিষ্ঠাতা সংবাদ কর্মী কামরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদল নেতা ইমাম হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদল নেতা মোহাম্মদ সেকান্দার হোসেন, সাংবাদিক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সাহেদ আকবর, সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, মোহাম্মদ মাহবুবুর রহমান, জিয়া মঞ্জুর আহবায়ক রফিকুল কাদের প্রমুখ।
চাটগাঁ নিউজ/এমকেএন