চাটগাঁ নিউজ ডেস্ক: মানবিক মূল্যবোধ জাগ্রত করা, আত্মশুদ্ধি অর্জন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সুফিবাদ যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে—এমন অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। ‘মাসিক আলোর পথে’র অর্ধযুগ পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সুফী সম্মেলন, হামদ ও নাতে মোস্তফা (সা.) এবং আলোকিত লেখক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রামের জামালখানস্থ প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাজাদা আলহাজ্ব মাওলানা আবদুল মালেক মু. ইবনে দিনার নাজাত ও শাহাজাদা মাওলানা মহিউদ্দিন মজিদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য ডা. ফররুখ আহমদ ফারুক, দ্বীনি শিক্ষা প্রসারে হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সমাজসেবায় আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মান্নান এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষে প্রকৌশলী নাসির উদ্দিনকে গুণীজন সংবর্ধনার অংশ হিসেবে ‘মাসিক আলোর পথে’ ও শাহ হাফেজ আহমদ (রহ.) স্বর্ণপদক–২০২৫ এবং সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপত্র পাঠ করেন অধ্যাপক নঈম কাদের, অধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশীদ, অধ্যাপক রুহ রুহুল কাদের ও কবি তানভীর সিকদার। সিনিয়র শিক্ষক আবু দাউদ মু. শাহ শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম, শাহাজাদা সৈয়দ মো. সিরাজ-উদ-দৌলা, এইচ. এম. মাহবুবুল হক, কে. এম. নাজমুল হক সিকদার, শাহাজাদা মোহাম্মদ হোসাইন শাহ, ডা. রমিজ উদ্দিন এবং কবি হানিফ মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর লুৎফুল কাদের, প্রফেসর হামিদুল হোসেন সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুজাহেরুল কাদের ফারুকী, সোহেল মুহাম্মদ ফখরুদ্দীন, সৈয়দ মো. গোলাম নবী, সাইফুদ্দিন মো. তারেকসহ বিভিন্ন দরবারের সুফী সাধক, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক ও নানা পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বর্তমান অস্থির ও ভোগবাদী সমাজে সুফিবাদ মানুষের আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবপ্রেম জাগ্রত করতে কার্যকর ভূমিকা পালন করছে। ‘মাসিক আলোর পথে’র এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আলোকিত চিন্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পথে উদ্বুদ্ধ করবে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ‘মাসিক আলোর পথে’র সম্পাদক সোহেল তাজ। অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মসজিদে বায়তুল্লাহ’র খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মালেক মু. ইবনে দিনার নাজাত।
চাটগাঁ নিউজ/এমকেএন






