সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে মাদ্রাসা থেকে ফেরার পথে এক শিশুকে মাথায় তুলে আছাড় দিয়ে হত্যা করেছে তাদেরই এক প্রতিবেশি। নিহত ৪ বছর বয়সী শিশুটির নাম আলী হোসেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর পেলিশ্যার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানায়, আজ বুধবার সকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশি আব্দুল হালিমের ছেলে ইতালি প্রবাসী মো. জাহাঙ্গীর আলম ক্ষোভের বশবর্তী হয়ে শিশুটিকে আছাড় মারে। এতে শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে আহত অবস্থায় শিশু আলী হোসেনকে প্রথমে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পরে অবস্থার অবনতি হলে ওই শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম শফিকুল আলম চৌধুরী জানান, শিশুটির অভিভাবকের পক্ষে মৃত বলে জানানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জাহাঙ্গীর আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
চাটগাঁ নিউজ/ ফয়সল/জেএইচ