মাদারবাড়ির ৬ মর্টারশেল নিস্ক্রিয় করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়িতে নির্মাণাধীন ভবনের মাটি খুঁড়তে গিয়ে উদ্ধারকৃত ছয়টি পরিত্যক্ত মর্টারশেল নিস্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল।

আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম ফিরিঙ্গিবাজার ফিশারীঘাট এলাকা কর্ণফুলীর জনমানবহীন তীরে এই মর্টারশেলগুলো নিস্ক্রিয় করা হয়। সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন তানভীরের নেতৃত্বে বোমা নিস্ক্রিয়কারী দল উদ্ধারকৃত মর্টার শেলগুলো নিস্ক্রিয় করেছে।

মর্টারশেল কী

উইকিপিডিয়া সার্চ করে জানা গেছে, মর্টার সাধারণত একটি সরল, হালকা, মানুষ বহনযোগ্য, মুখোশ-লোড কামান, যার মধ্যে একটি মসৃণ-বোর (যদিও কিছু মডেল একটি রাইফেল ব্যারেল ব্যবহার করে) ধাতব নল থাকে যা একটি বেস প্লেটে (রিকোয়েল ছড়িয়ে দেওয়ার জন্য) স্থির থাকে যার সাথে একটি হালকা বাইপড মাউন্ট এবং একটি দৃষ্টিশক্তি থাকে। মর্টারগুলি সাধারণত বিভিন্ন ধরণের গোলাবারুদের সাথে ঘনিষ্ঠ আগুনের সহায়তার জন্য পরোক্ষ অগ্নি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। ঐতিহাসিকভাবে মর্টারগুলি ভারী অবরোধের কামান ছিল। মর্টারগুলি উচ্চ-আর্চিং ব্যালিস্টিক ট্র্যাজেক্টোরিগুলিতে বিস্ফোরক শেল (প্রযুক্তিগতভাবে বোমা বলা হয়) নিক্ষেপ করে।

কিভাবে নিস্ক্রিয় করা হলো মর্টারশেলগুলো

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিশারী ঘাট এলাকায় সেনাবাহিনী কর্তৃক মর্টারশেলগুলো নিস্ক্রিয় করার সময় প্রতিটি মর্টারের জন্য আনুমানিক ২০ ফুট গভীর গর্ত করা হয়েছে। তারপর গর্তের মধ্যে মর্টারগুলো রেখে তারওপর দেয়া হয়েছে বালির বস্তার আস্তরণ। তারওপর মাটি দিয়ে ভরাট করা হয়েছে। তারপর প্রত্যেকটি মর্টারের সাথে সংযুক্ত করা ক্যাবলের মাধ্যমে ইলেকট্রিক চার্জ দিয়ে বিদ্যুতায়িত করে মর্টারগুলো বিষ্ফোরিত করা হয়েছে। এতসব প্রতিরক্ষার পরও মর্টারগুলো বিষ্ফোরণের সময় বিকট শব্দে সংলগ্ন এলাকা কেঁপে উঠেছে।

সোমবার (৫ মে) দুপুর দেড়টার দিকে নগরীর পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন সরকার পুকুরের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে মর্টার শেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি তুলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬টি মর্টারশেল দেখতে পায় শ্রমিকরা। পরবর্তীতে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়। আজ বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের দলটি মর্টারশেলগুলো বিষ্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top