সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে মাদাম বিবিরহাটস্থ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের টিম এবং বিএমএমএ’র একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তার আগেই ৮-৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাটস্থ সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে আগুন লাগার এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে পুরাতন জাহাজের বিভিন্ন মালামালের দোকানে আগুন লাগলে মুহূর্তে আগুন সব দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষণিক জানা না গেলেও ওয়েল্ডিং কাজ করার সময় আগুন লাগতে পারে ধারণা করা হচ্ছে।
দোকান ঘরের মালিক মো. শাহাব উদ্দিন বলেন, আগুনে ৮-৯টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দোকানগুলোতে পুরাতন জাহাজের মালামাল বিক্রি হতো। আগুনে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
এদিকে, আগুন লাগার পর পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।
চাটগাঁ নিউজ/দুলু/এসএ






