মাদক সেবনে বাঁধা দেওয়ায় ভাসুরের ছুরিকাঘাতে গৃহবধূ খুন

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ায় মাদক সেবনে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে ভাসুরের ছুরিকাঘাতে জান্নাত আরা (২৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলম জানান, বুধবার ইব্রাহিম প্রকাশ লুতিয়া মাদক সেবনের প্রস্ততি নিচ্ছিল। এসময় ছোট ভাই ইসমাঈলের স্ত্রী জান্নাত আরা উঠোনে কাপড় শুকাতে দিতে গিয়ে এসব দেখে ঈদ উপলক্ষে বাড়িতে মেহমান আসবে তাই এসব না করার জন্য বলে। এতে ক্ষীপ্ত হয়ে মাদকাসক্ত ইব্রাহীম প্রকাশ লুতিয়া জান্নাত আরাকে গালি-গালাজ করে। এক পর্যায়ে লুতিয়া ক্ষুদ্ধ হয়ে ঘরে ঢুকে দা ছুরি নিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গৃহবধু জান্নাত আরা ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাহেরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে নিহত গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টের জন্য নিয়ে যায়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top