মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো.আব্দুর রাজ্জাককে (৩৬) ১৭ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সোয়া ৩টায় হাটহাজারী থানাধীন পূর্ব মেখল বাদামতল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার মৃত কবির আহমদের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রাজ্জাক হাটহাজারীর পূর্ব মেখল বাদামতল এলাকায় অবস্থান করার খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top