চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলী থানার মাদকের মামলার আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় দেন।
আনোয়ার হোসেন (৩৩) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা তাজীর বাপের পাড়ার কামালের বাড়ির মৃত মো. ইসলামের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে মাদকের মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার ক্রসিং এলাকায় ২০২১ সালের ২৮ নভেম্বর র্যাবের বিশেষ চেকপোস্টে ধরা পড়ে আসামি আনোয়ার। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে ২৮ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব-৭ এর তৎকালীন পুলিশ পরিদর্শক (শহর ও যান) মো. নুরে আলম সিদ্দিকী বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদক মামলা করেন। মামলা তদন্ত শেষে ২০২২ সালের ৩০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এসআই মোশারফ হোসেন। ২০২২ সালের ২৭ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
চাটগাঁ নিউজ/এসএ