মাদকাসক্ত স্বামীর উপর্যুপুরি ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নারীর মৃত্যু

চট্টগ্রাম হালিশহর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহর এলাকায় মাদকাসক্ত পাষন্ড স্বামীর উপর্যুপুরি ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর নাম চাঁদনী খাতুন (৩০)। তিনি পেশায় একজন পোশাকশ্রমিক। থাকতেন বন্দর থানার ঊষাপাড়া মাজার এলাকার একটি ভাড়া বাসায়।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর বন্দর থানার বাকের আলী টেকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী সবুজ খন্দকার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং নেশার কারণে নিহত চাঁদনীর সাথে প্রায় কলহে লিপ্ত হতেন।

স্বজন ও এলাকাবাসীরা জানান, কিছুদিন আগে চাঁদনীকে নির্যাতনের পরে তিনি আশ্রয় নেন নিলাচল আবাসিক এলাকার আক্কাস কলোনিতে তার মামার বাসায়। আজ চাকরি শেষে বিকেলে তিনি মামার বাসায় ফেরার পথে স্বামী সবুজ তার ওপর ছুরি দিয়ে উপর্যুপুরি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাঁদনীর মৃত্যু হয়।

নিহতের বোন কাজল আক্তার জানান, চাঁদনী বহুবার নির্যাতনের শিকার হয়েছেন। সবুজকে সংশোধনের অনেক চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

খুনের শিকার চাঁদনী খুলনা জেলার দাকোপ থানার খাজুরিয়া গ্রামের চাঁনমিয়ার কন্যা। সিইপিজেডের এভারটোব বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় তিনি কর্মরত ছিলেন বলে জানা স্থানীয়রা।

ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া জনি নামে এক যুবক বলেন, ‘আমরা যখন ওই নারীকে রাস্তায় পাই তখন তার খুব ব্লিডিং হচ্ছিল। পরে কয়েকজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। গাড়িতে যখন ছিল তখন তার সেন্স সামান্য থাকলেও কথা বলতে পারেননি।

তবে ওখানে থাকা লোকজনকে তিনি বলেছেন তাকে তার স্বামী ছুরিকাঘাত করে পালিয়েছেন। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি । ওই নারী পোশাক কারখানায় কাজ করতেন। শুনেছি তার স্বামী তাকে ছুরিকাঘাত করেছে।

সিএমপির সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানান, ওই নারী পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় এক যুবক। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ঘাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top