মাতারবাড়ী সমুদ্র সৈকতে পর্যটকের ঢেউ

মহেশখালী প্রতিনিধিঃ ঈদের টানা ছুটিতে কক্সবাজার মহেশখালীর মাতারবাড়ীতে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্র সৈকতের মাতারবাড়ী সাগর পয়েন্টে সকাল থেকে পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠে।

শুক্রবার (১২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠে উপজেলার মাতারবাড়ী সমুদ্র সৈকত।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সৈকতের ঝাউবাগানসহ পর্যটন স্পট গুলোতে বিপুল সংখ্যক পর্যটক অবস্থান করছেন। তারা সৈকতে আছড়ে পড়া ঢেউয়ে ভিজে উল্লাসে মাতছেন। বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন অনেকে। কেউ কেউ সৈকতের ঝাউবাগানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য কোন ধরনের ব্যবস্থা নেই বলে জানিয়েছেন অনেকই।

স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে নাড়ির টানে গ্রামের বাড়িতে ফেরা মানুষরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের আমেজ কাঁটাতে আসছেন এখানে। এমন লোকসমাগম অন্য বছরের তুলনায় এবার অনেক বেশি। মাতারবাড়ী দেশের বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দর হতে যাওয়ায় অনেকে ঈদের ছুটিতে সেখানে দেখতে যাচ্ছে। এর সাথে নতুন মাত্রা যোগ হয়েছে পাশের সমুদ্র সৈকত। সমুদ্রের সৈকতের বেলা ভূমিতে ছুটে যাচ্ছে স্থানীদের পাশাপাশি পাশ্ববর্তী উপজেলার লোকজন।

নারায়ণগঞ্জ থেকে সৈকতে ঘুরতে আসা পর্যটক শফিকুল ইসলাম বলেন, পরিবার নিয়ে ঈদের ছুটিতে মাতারবাড়ী সৈকতে ঘুরতে এসেছি। সকাল থেকে পুরো সৈকত পর্যটকে মুখর। অনেক লোক এসেছে, বেশ ভালো লাগছে। তবে প্রচণ্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান চাটগাঁ নিউজকে জানান, পুলিশ সবদিক বিবেচনা রেখে টহল জোরদার রেখেছে। সমুদ্র সৈকত তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের যথাযথ তদারকি থাকলে অদূর ভবিষ্যতে এই সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতের চাপ কমাতে পারে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top