চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মংগলবড় (৮ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে চুরি হওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে একটি বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় একটি তালাবদ্ধ ঘর থেকে বিভিন্ন সময় চুরি হওয়া নির্মাণ সামগ্রী, অ্যাঙ্গেল বার, বিম বার এবং স্ক্র্যাপ উদ্ধার করা হয়।
মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। সম্প্রতি প্রকল্প এলাকা থেকে মালামাল চুরির অভিযোগ ওঠে। এরপরই মহেশখালী নৌবাহিনী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি টাকা। স্থানীয় পুলিশের উপস্থিতিতে এসব মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, মাতারবাড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ