মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

মহেশখালী প্রতিনিধি: দেশের এক মাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পস্থ সেল্ফি গেইট সংলগ্ন কোহেলিয়া নদী থেকে মো. মামুন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।

নিহত যুবক উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী এলাকার মৃত আবু আহমদের পুত্র। এ বিষয়কে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ৩ টার সময় কয়লাবিদ্যুৎ প্রকল্পের সেলফি গেইট নামক এলাকায় অজ্ঞান অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকেকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, পুলিশ লাশ উদ্ধার করতে গেলে লাশের স্বজনদের সাথে পুলিশের কথাকাটি হলে এক পর্যায়ে দস্তাদস্তির ঘটনা ঘটে। কালারমারছড়া আফজলিয়া পাড়া মীর আকতার সড়কে সন্ধ্যার দিকে ৩ প্লাটুন পুলিশ মোতায়েন করে থানা পুলিশ।

তবে রাত ৮টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার মুল রহস্য জানা যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পস্থ কোহেলিয়া নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সুরতহাল প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন

Scroll to Top