পড়া হয়েছে: ৩৮
সিপ্লাস ডেস্ক: ২০২৩ এশিয়ান গেমসের নারী ক্রিকেটে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। প্রতিপক্ষ ভারত।
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে উঠে।
সেমিফাইনালটি ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। হাংজুর ঝিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।
বাংলাদেশ জিতলে নিশ্চিত হবে রৌপ্য পদক। তারপর লড়বে স্বর্ণের জন্য। আর ভারতের কাছে হেরে গেলে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে ২৫ সেপ্টেম্বর।
২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল রৌপ্য জিতেছিল। বাংলাদেশের মেয়েরা দুইবারই স্বর্ণের লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরেছে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেট ডিসিপ্লিন ছিল না।
বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল।