চাটগাঁ নিউজ ডেস্ক: বিপিএলের দশম আসরে বড় ধরনের উদ্বোধনী অনুষ্ঠান থাকবে না তা অনুমেয় ছিল। তবে ছোট পরিসরে কিছু করার আভাস দিয়েছিল বিসিবি। অবশেষে আজ তাই দেখা গেল। প্রথম ম্যাচের টসের আগে মাঠের একপাশে চলে ছোট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠানের সাজ সাজ রব। উইকেটের একপাশে সারি সারি করে সাজানো কয়েকটি বিশাল আকৃতির ডিজে বক্স, সঙ্গে হরেক রঙের বেলুনের ফানুস। এর সামনে লাল কার্পেটে ছোট দুটি ডায়াস। এমন উৎসবমুখর পরিবেশে একপাশে রেখে উইকেটে টস হয়ে গেলো। যেখানে নবাগত দুর্দান্ত ঢাকা টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হচ্ছে এ মৌসুমের নবাগত দুর্দান্ত ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
বিপিএল ইতিহাসেই সবচেয়ে সফল দল কুমিল্লা। সর্বশেষ দুই মৌসুমসহ এখন পর্যন্ত চারবার শিরোপাৎসব করেছে মেঘনা পারের এ ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা ধরে রাখার মিশনে আসা কুমিল্লা অবশ্য দলে একটি চমক রেখেছে। সর্বশেষ মৌসুমে ইমরুল কায়েসের নেতৃত্বে চ্যাম্পিয়ন হলেও এবার অধিনায়কত্বের ভার দিয়েছে লিটন কুমার দাসের কাঁধে। প্রথম ম্যাচে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে নেমেছে ভিক্টোরিয়ানস।
অন্যদিকে সাত দলের টুর্নামেন্টে নবাগত দুর্দান্ত ঢাকা প্রথম বারেই চমক দেখাতে চায়। এর আগে বিপিএলের প্রথম দুই আসরেই শিরোপা জিতেছিল ঢাকার তৎকালীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা গ্ল্যাডিয়েটর্স। প্রথমবার এসে তাসকিন-শরিফুলদের নিয়ে তেমন চমকই দেখাতে চায় দুর্দান্ত ঢাকা ।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ:
লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, জাকির আলী, মাইদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, ম্যাথু ফোর্ড, মুশফিক হাসান।
দুর্দান্ত ঢাকা একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, ধানুষ্কা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রোসপুল্লে, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, উসমান কাদির।
চাটগাঁ নিউজ/এমআর